আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। রাত তখন প্রায় ১১.৪৩ মিনিট, ঘড়ির কাটা ছুই ছুই করছিল। রাত ১২ টায় হয়তো কোন পথচারীর জীবনের বারটা বেজে যেত। কিন্তু এর আগেই একজন তরিৎ কর্মঠ অফিসারের দৃষ্টিগোচরে বিপদ থেকে রক্ষা পেল পথচারীরা।
জানা গেছে, কিশোরগঞ্জ ষ্টেশন রোডে চলার পথে একটি গর্তে অজান্তেই পা দিয়ে পথচারীরা যখন ভোগান্তির শিকার হচ্ছিলেন, তখন বিষয়টি নজরে আসে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) উপ-সচিব তরফদার মোঃ আক্তার জামীলের। সাথে সাথেই গাড়ী থেকে নেমে বাঁশের খুটিতে লাল বিপদ সংকেত সাটিয়ে রাস্তার পাশের ড্রেনের গর্তের মুখে পুতে দিলেন।
এতে করে রাতের পথচারীরা অন্তত দুভোর্গ থেকে মুক্তি পাওয়ার সতর্ক সংকেত পেয়ে জীবন রক্ষা পাবে বলে ভুক্তভোগীরা মনে করেন।