আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ঘোষিত ফলাফলে নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিপুল ভোটে জয়লাভ করেন। এতে সভাপতি পদে এ্যাডভোকেট এম.এ রশিদ এবং সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোঃ সহিদুল আলম শহীদ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক এ নিয়ে একটানা ১০ বার উক্ত পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে যথাক্রমে এ্যাড. মুফতি মোঃ জাকির খান, এ্যাড. শামছুন্নাহার কাজল, সহ সাধারণ সম্পাদক পদে এ্যাড. রকিবুল হাসান, এ্যাড. মাসুদ আহমেদ, লাইব্রেরী সম্পাদক পদে এ্যাড. সুমন ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড. সাইফুল ইসলাম আহমেদ পলাশ, অডিট পদে এ্যাড. রাসেল কবীর ও সদস্য ৫টি পদে এ্যাড. আবু তালেব আমান, এ্যাড. মাহফুজা খাতুন মনি, এ্যাড. খন্দকার সাজবীন সুলতানা, এ্যাড. আনোয়ার জাহান ভূঞা লিংকন ও এ্যাড. রফিকুল ইসলাম রাজু নর্বাচিত হয়েছেন। সমিতির ৪৬৭ জন ভোটারের মধ্যে ১৪টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. এস.এম মাহবুবুর রহমান ও নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. দ্বীন মোহাম্মদ, এ্যাড. ইমরাজ মিয়া, এ্যাড. মোঃ হাফিজ উদ্দিন ও এ্যাড. শেখ ফারুক দায়িত্ব পালন করেন।