ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের হাওড়ের জীবন মান উন্নয়ন প্রকল্প (হিলিপ) এর বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প পরিদর্শন করেন আন্তর্জাতিক দাতা সংস্থা ইফাদের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার সকালে উপজেলা বড়িবাড়ি ইউনিয়নের কয়রা গ্রামে ১৭ একর জমিতে সম্প্রসারিত বিশমুক্ত করলা, চিচিংগা, মরিচ, লাউ, মিষ্টি লাউ, কুমড়া চাষ পদ্ধতি। বাদলা ইউনিয়নের কুর্শি গ্রামের বড় পুকুরে ২৫ জন সুবিধা ভোগীর মাধ্যমে ব্রুড মলা মাছ চাষ পদ্ধতি পরিদর্শন করেন। পরে দুপুরে কেলিপ প্রকল্পের আওতায় ইটনা সদর ইউনিয়নে বাস্তবায়নাধীন পপ্রকল্পের আওতায় পশ্চিমগ্রাম পুরানহাটি ও শেখের হাটির ১০ জন শিক্ষিত নারী কারচুপি ও ব্লক বাটিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবালম্বী ও সফল নারী হয়ে নিজেদের উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা ও তাদের সফল নারী হয়ে উঠার পিছনের গল্প শুনে হিলিপ ও কেলিপ প্রকল্পের প্রশংসা করেন ইফাদের মিশন প্রধান চিনের নাগরিক পিটার সেতু।
এ সময় উপস্থিত ছিলেন হিলিপের প্রকল্প পরিচালক গোপাল সরকার, হিলিপের লাইভলী হুড কনসালটেন্ড বীরেন্দ্র লাল রায়, কেলিপ প্রকল্পের ফ্যাসালিষ্ট সিদ্দিকুর রহমান, হিলিপের জেলা প্রধান বুলবুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান খান, ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেক রানা, উপজেলা প্রকৌশলী মোঃ রাশেদুল হক, হিলিপ উপজেলা প্রকল্প সমন্বয়কারী ডাঃ মোহাম্মদ ফকরুল ইসলাম, ওসি তদন্ত মোঃ জাকির হোসেন, সহকারী প্রকৌশলী মামুন মিয়া প্রমুখ।
Tags: