ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক ।। হোসেনপুরে স্কুল ও কমিউনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা উন্নত স্বাস্থ্যাভ্যাস চর্চার মাধ্যমের জনস্বাস্থের উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়ে) আওতায় এই সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিবার্হী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পদক শাহ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মোঃ আতিকুল ইসলাম, সোশাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাবুল আখতার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম প্রমুখ।