muktijoddhar kantho logo l o a d i n g

অষ্টগ্রাম

অষ্টগ্রামে দাতা সংস্থা ইফাদের বৈদেশিক প্রতিনিধি দল

মন্তোষ চক্রবর্তী, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) ।। হাওর উপজেলা অষ্টগ্রামে দাতা সংস্থা আন্তজার্তিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর বৈদিশিক প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন রাস্তা, গ্রাম প্রতিরক্ষা দেয়াল, খাল পূর্ণ খনন কিল্লা নির্মাণ উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে আসেন।

গত বৃহস্পতিবার সারাদিন ব্যাপী এ প্রতিনিধি দলে ছিলেন, ওনাপর্ন ইয়ানউনথান (থাইল্যান্ড), প্যাক্সিনা চিলসি টয় (জাম্বিয়া), বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক ড. মোঃ সামসুল হক, উপ-পরিচালক মোঃ মোতালেব বিশ্বাস, জেলা নির্বাহী প্রকৌশলী গোলাম মওলা, উপজেলা প্রকৌশলী মাহাবুব মোর্শেদ, উপজেলা প্রকল্প সমন্বয়কারী (হিলিপ) মোঃ এস.এম রাশেদুল আলম, রুহুল আমিন ও বাঙ্গালপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ভূইয়া সহ উপজেলা পর্যায়ে অন্যান্য কর্মকর্তা সহ এল.সি.এসের সদস্যবৃন্দ।

এই প্রতিনিধিদল নিয়ে ধলেশ্বরী নদীর তীরবর্তী ঝুকিঁপূর্ণ গ্রাম ভাটিনগরে প্রতিরক্ষা দেয়াল, বাঙ্গালপাড়া গ্রামের বিভিন্ন জায়গা ও দেওঘর আলীনগরের রাস্তা কিল্লা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকান্ড পরিদর্শন করেন। হিলিপ এই সব উন্নয়ন কর্মকান্ড তদারকি বাস্তবায়ন করছেন আন্তজার্তিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে এই সব উন্নয়ন জনস্বার্থে অতীব জরুরী ও প্রয়োজনীয় বলে এলাকার গন্য মান্য লোকজন জানিয়েছেন।

Tags: