muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ৬ ভুয়া পরীক্ষার্থী কারাগারে

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জে নিয়োগ পরীক্ষার হল থেকে আটক হওয়া ছয় ভুয়া পরীক্ষার্থীকে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ এ দণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা একরামুল হক সরকারের ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৃতীয় বর্ষের ছাত্র ফয়সাল সরকার (২৪), বরগুনা সদরের কলেজ ব্রাঞ্চ রোডের বাসিন্দা আব্দুল মোতালিবের ছেলে বুয়েটের শিক্ষার্থী ফারদিন হাসান (২৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ছাত্র মো. আনোয়ার হোসেন (২৬), কিশোরগঞ্জের মিঠামইনের চানপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে স্থানীয় সরকারি গুরুদয়াল কলেজের সমাজকর্ম বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪), জেলার নিকলীর দৌলতপুর গ্রামের কালু মিয়ার ছেলে মো. শরীফুল ইসলাম (২৪) ও হোসেনপুরের দক্ষিণ পানান গ্রামের আজিজুর রহমানের ছেলে মো. আব্দুল কাদির (২৬)।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নকর্মী, পরিচ্ছন্নকর্মী ও মালি পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সমাপ্ত হয়। মোট ৬৬টি পদে ৬ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী এতে অংশ নেন। এর মধ্যে দুপুরে প্রক্সি দিতে গিয়ে ছয়জন ভুয়া পরীক্ষার্থী আটক হন। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তিন পরীক্ষার্থীকে মোবাইল ফোন বহনের দায়ে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি।

Tags: