muktijoddhar kantho logo l o a d i n g

কটিয়াদী

কটিয়াদীতে এইচ.এস.সি পরিক্ষার্থীদের ভেন্যু পরিবর্তনের দাবিতে প্রতিষ্ঠানে তালা

আতিকুর রহমান কাযিন, নিজস্ব প্রতিবেদক ।। এইচ.এস.সি পরিক্ষার্থীদের ভেন্যু পরিবর্তনের দাবিতে প্রতিষ্ঠানে তালা লাগিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হওয়ায় প্রতিহিংসায় এমন ঘটনা ঘটছে। পরিক্ষার হলে নানা নির্যাতন করা হয় বলে জানান শিক্ষার্থীরা। তাই ভেন্যু পরিবর্তন চায় পরিক্ষার্থীরা। ফলে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজের এইচ.এস.সি পরিক্ষার্থীদের ভেন্যু পরিবর্তনের দাবিতে প্রতিষ্ঠানে তালা লাগিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১.০০টায় এমন দৃশ্যের দেখা মেলে প্রতিষ্ঠানের গেইটের প্রথম ফটকে। ঝুলে থাকে তালা।

প্রতিষ্ঠানে কেন তালা তা জানতে চাইলে এ রিপোর্টারকে এইচ.এস.সি পরিক্ষাথী আব্রারুল হক তাকি বলেন, মহিলা কলেজে আমরা কেউ পরিক্ষা দিতে চাই না। প্রয়োজনে অন্য যেকোন প্রতিষ্ঠানে পরিক্ষা দেব আমরা।

এ বিষয়ে কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ সুবিতা রানী জানান, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হবে। এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Tags: