সজীব আহমেদ, ভৈরব প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে নিজের জীবন কে বাজী রেখে নিশ্চিত ট্রেনে কাঁটা পরা থেকে ভৈরব রেল স্টোশন থেকে রজব আলী নামে এক বৃদ্ধকে উদ্ধার করেন।
ভৈরব রেলওয়ে থানা কনস্টেবল নাজমুল। গতকাল (১৮ মার্চ) রবিবার বিকেল ৫দিখে চট্টগ্রাম গামী সুবর্ণ এক্সপ্রেস দ্রুতবেগে ভৈরব রেলস্টেশন অতিক্রম কালে রেললাইন এ দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ ট্রেনের সামনে দাড়িয়ে থাকা অবস্হায়।
স্টেশনে ডিউটিরত কনস্টেবল মোঃ নাজমুল হক জীবনের ঝুকি নিয়ে দৌড়ে এসে লোকটিকে তাৎক্ষণিক ভাবে উদ্ধর করে। স্টেশন এ অসংখ্য অপেক্ষারত যাত্রীর অনেকেই তাকিয়ে দেখছিল। কিন্তুু ভয়ে কেউ লোকটিকে সরাতে যায়নি।
সময়ের ব্যবধান ছিল আনুমানিক ২-৩ সেকেন্ড। সবার চোঁখ তখন ঘটনাস্থল। ঠিক তখনি দৌড়ে গেল সবাই গিয়ে দেখেন প্লাটফর্মের একপাশে রেললাইনে উপর থাকা একটি ছাগলের বাচ্ছা মারা রয়েছে।
যার অানুমানিক মূল্যো দশ হাজার। কথা বলে জানাগেছে বৃদ্ধ লোকটি বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর।
Tags: