আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের চেক জালিয়াতির মাধ্যমে দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা করায় তাকে অত্র মামলার দায় হইতে অব্যাহতি দেন ও চেক জালিয়াতির কারণে ব্যাংক ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করার নির্দেশ দেন।
দি প্রিমিয়ার ব্যাংক লিঃ ভৈরব শাখার ম্যানেজার আলমগীর কবীর দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদক এম.এ লতিফের বিরুদ্ধে একটি ঋণের মামলায় সম্পত্তি বন্ধক দেওয়া স্বত্বেও তার নিকট থেকে উক্ত ব্যাংকের একটি চেক হাসিল করেন। পরে উক্ত চেক দ্বারা নিগোসিয়েবুল ইনস্ট্রোমেন্ট এ্যাক্টের ১৩৮ ধারায় মামলা করে। গতকাল মঙ্গলবার মামলার অভিযোগ গঠনের দিনে উক্ত চেকটি ইতিপূর্বে ১৯/০৪/২০১৫ তারিখ যুক্তে একবার ডিজঅনার হয়। পরবর্তীতে উক্ত চেকটি দ্বিতীয় বার অর্থাৎ ০৩/১১/১৫ তারিখ পুণরায় ডিজঅনার করানো হয়। যা এন.আই এ্যাক্টের পরিপন্থি। বিজ্ঞ জজ শুনানী শেষে এক চেক দ্বারা দুইবার ডিজঅনার করার অপরাধে দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদককে উক্ত মামলার দায় হতে অব্যহতি দেন ও দি প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার, ক্রেডিট অফিসার ও লিগ্যাল নোটিশ প্রদানকারী ব্যারিষ্টার বদিউজ্জামানকে উক্ত জালিয়াতির আশ্রয় নেয়ায় ফৌজদারী অপরাধে তাহাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।