মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ৭২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার ভিতরন অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাছ উদ্দিন। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কুলিয়ারচর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ড.উর্মি বিনতে সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক আবু বাক্কার, সাধারণ সম্পাদক মোঃ নাজিরুল হক নাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেকুজ্জামান খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দিন খোকন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আব্দুল খালেক, মোঃ নূরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ রমিজ উদ্দিন ভূঁইয়া, ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহামন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, স্কাউট ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে স্কাউট ও গালর্স গাইড প্রদর্শন , এ্যাথলেটিকস্ প্রতিযোগীতা,শারীরিক কস্রত,নৃত্য প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।