আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বেসরকারী সংস্থা আশা কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে ছয়দিন ব্যাপী ‘বিশেষ সেবা সপ্তাহ’ শুরু করেছে।
কিশোরগঞ্জ পৌরসভার পৌর মেয়র জনাব মাহমুদ পারভেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। তিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র বিমোচন, নারীর ক্ষামতা আনায়ন এবং নিজস্ব অর্থায়নে সমাজিক কার্যক্রমে ভূমিকা রেখে বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের পাশে থাকার জন্য আশা’র ভূয়শি প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আশা কিশোরগঞ্জ জেলার ব্যাবস্থাপক মো: আতাউর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০/০৩/১৮ ইং তারিখ থেকে ২৫/০৩/১৮ ইং তারিখ পর্যন্ত ছয়দিন ব্যাপী ‘বিশেষ সেবা সপ্তাহ’ এ বিনামূল্যে সর্বস্তরের মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।