ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক ।। বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের জাতিসংঘের স্বাকৃতি লাভ করায় কিশোরগঞ্জের হোসেনপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার র্যালি আলোচনা সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দসহ নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ধসঢ়; মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার, সাবেক যুবলীগ সভাপতি এমএ হালিম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ নারিুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরুল কায়েস, অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আক্তার হোসেন দুলাল, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।