মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির আজ ২৪ মার্চ ২০১৮ জেলা সম্মেলনে অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনকে সভাপতি, সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিল্কী আরজু (মুক্তিযোদ্ধা), হাবিবুর রহমান মুক্তু (মুক্তিযোদ্ধা), অধীর ভৌমিক মধু, অ্যাডভোকেট মায়া ভৌমিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান (মুক্তিযোদ্ধা) করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী নির্বাচন ও দলের উন্নতি সাধনকে সামনে রেখে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, প্রেসিডিয়াম সদস্য শরাফত আলী হিরা, জেড এ ওয়াহেদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্ষিক সম্মেলনে ৫শতাধিক কাউন্সিলরদের মধ্যে এ নির্বাচন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমিতে।
উল্লেখ্য যে, ৫১ সদস্যবিশিষ্ট কমিটির সকলেই দুর্নীতিমুক্ত ও গণতন্ত্রে বিশ্বাসী। তাই বিশিষ্টজনেরা বলেছেন এ নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বা অনিয়ম দেখা দেয়নি দলটি গণতন্ত্রে বিশ্বাসী বলে।