নিজস্ব প্রতিবেদক ।। অদ্য ২৭ মার্চ ২০১৮ খ্রি: তারিখ মঙ্গলবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে মিডডে মিল চালু করা হয়েছে।
এর মধ্যে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহরাম খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপলাশ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরপলাশ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব তরফদার মোঃ আক্তার জামীল প্রধান অতিথি হিসেবে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব অন্নপূর্ণা দেবনাথ সভাপতি হিসেবে উপস্থিত থেকে মিড ডে মিল কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব সৈয়দ আহমেদ, পাকুন্দিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোঃ আজিজুল হক, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ আপেল আক্তার, সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। অন্যান্য বিদ্যালয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ উপস্থিত থেকে মিড ডে মিল চালু করেন।
এ বিদ্যালয়সমূহ হচ্ছে ঝাউগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হজলীয়া আঃ মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকুর্শা আঃ হেকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারান্দী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , দক্ষিণ চরটেকি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , দক্ষিণ চরটেকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুক্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগারসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এগারসিন্দুর ঈশাখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , মেহেরধনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরধনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেবুলা আদিত্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সনমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চরপলাশ শাহ রইছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।