muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বিজিবি মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মেজর সাফিনুল

ডেস্ক রিপোর্ট ।। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

বুধবার সকালে তিনি এ দায়িত্ব গ্রহণ করছেন বলে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার বিকেলে বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিছুর রহমানের কাছ থেকে নতুন প্রধান মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেছেন।

মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ২ মার্চ ১৯৬৬ সালে জয়পুরহাট জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে যোগদান এবং ২৭ জুন ১৯৮৬ সালে ইনফ্যান্ট্রি কোরে কমিশন লাভ করেন। দেশে ও বিদেশে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ইনফ্যান্ট্রি অফিসার্স অ্যাডভান্স কোর্স, সৌদি আরব থেকে স্টাফ কোর্স ও আরবি ভাষা কোর্স সম্পন্ন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। সামরিক কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

Tags: