মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জের হাওরে বিদ্যালয়ের অনুষ্ঠানে এক মন্ত্রীসহ তিন সংসদ সদস্যের উপস্হিতি সবার নজর কেড়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) ইটনা উপজেলার থানেশ্বর উচ্চ বিদ্যালয়ের গৌরব ও সাফল্যের ৭০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) ইঞ্জিনিয়ার রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন উপস্হিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিচারপতি মো. নূরুজ্জামান ননী, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাবেক সংসদ সদস্য আব্দুল কাদির ও রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে আসন গ্রহণ করেন।।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ছাড়াও স্হানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
এলাকাবাসী জানান, এক সঙ্গে এ প্রত্যন্ত এলাকায় কোন একটি অনুষ্ঠানে এক মন্ত্রীসহ তিন সংসদ সদস্যের উপস্থিত হওয়া একটি বিরল ঘটনা। যার কারণে ঘটনাটি ছিল ব্যাপকভাবে আলোচিত।
উল্লেখ্য, হাওরের ধনু নদীর তীরে ১৯৪৭ সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি হাওরের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে আসছে।