muktijoddhar kantho logo l o a d i n g

বিনোদন

শুটিং সেটে মারামারি করলেন অপূর্ব

বিনোদন রিপোর্ট : দুপুর গড়িয়ে বিকাল। উত্তরার আপনঘর শুটিং স্পটে তখন সুনসান নীরবতা। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এখানে শুটিং চলছে। তৃতীয়তলায় উপস্থিত হতেই অভিনেতা অপূর্ব সহাস্যে অভিবাদন জানালেন। তার সামনে একপাশে এক প্লেট কাঁচামরিচ, অন্যপাশে ভাত ও নানা পদের তরকারি।

মরিচের দিকে তাকিয়ে থাকলেও কিন্তু মরিচ খাচ্ছেন না তিনি। অপূর্ব বলেন, ‘আসলে আমি ঝাল একটু কম খাই।’ তার পাশেই পরিচালক সৈয়দ শাকিল একমনে খাচ্ছিলেন। পাশ ফিরিয়ে তিনি বলেন, ‘ভাই আমাদের জীবনটা এমনই। সঠিক সময়ে খেতে পারি না।’ পাশে থেকে অপূর্ব সায় দেন তার কথায়। এ সময় মিডিয়ার নানা অসঙ্গতি নিয়ে তারা দু’জন ভাব বিনিময় করেন। খাওয়া শেষে পরিচালক মেকআপ রুমের দিকে অগ্রসর হন। সেখানে অসুস্থ অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর শুয়ে আছেন।

পরিচালক যাওয়ার সঙ্গে সঙ্গেই ঊর্মিলা চোখ খুললেন। সেখান থেকে নিরিবিলি কোনো জায়গায় তার বিশ্রাম দরকারের কথা জানান। ধীরে ধীরে হেঁটে চলে গেলেন সেখানে। খাবারের বিরতি শেষে সবাই তখন প্রস্তুত হচ্ছেন দৃশ্য ধারণের জন্য। এর মধ্যে দুই বখাটে ছেলে শুটিং স্পটে ঢুকে পড়েন। তারা সরাসরি পরিচালকের কাছে এসে দাঁড়ান। কুশল বিনিময়ের পর তারা দু’জন চলে যান নিচের রাস্তায়। অভিনেত্রী আইরিন আফরোজ মোটরসাইকেলে উঠে নিখোঁজ হয়ে গেলেন। একটু পর শুটিং স্পট থেকে অল্প দূরে সেই বখাটে ছেলে দুটি রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য অভিনেত্রী আইরিন আফরোজকে উত্ত্যক্ত করা। আইরিন সেই রাস্তা ধরে হেঁটে আসছিলেন। বখাটেরা আইরিনের পথ আটকে দেয়।

এমন সময় অপূর্ব সেই জায়গায় এসে উপস্থিত হন। বখাটেদের উত্তমমধ্যম দিলে তারা দৌড়ে পালিয়ে যায়। আইরিন ও অপূর্ব তাদের নিজেদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করেন- এমন সময় দূর থেকে পরিচালক হাসি মুখে ক্যামেরার কাছে এসে দাঁড়ান। এদিকে অপূর্ব ঘর্মাক্ত অবস্থায় হাঁপাচ্ছেন। তিনি বলেন, ‘আসলে আমি মারামারির সময় অভিনয়ের কথা ভুলেই গিয়েছিলাম। সত্যি সত্যি ওদের মেরেছি।

পাশ থেকে মুচকি হাসি দেন বখাটে ছেলের চরিত্রে অভিনয় করা দু’জন। আবার ক্যামেরা নিয়ে পুরো ইউনিট শুটিং হাউসে ঢুকে পড়ে। শুরু হয় নতুন দৃশ্য ধারণের প্রস্তুতি। এমন সময় অভিনেত্রী ঊর্মিলা ধীরে ধীরে হেঁটে মেকআপ রুমে হাজির হন। কুশল বিনিময়ের মধ্যে জানান, তিনি এখন অনেকটাই সুস্থ। পাশ থেকে পরিচালক বলেন, ‘আসলে ঊর্মিলা একজন সিনসিয়ার অভিনয় শিল্পী।

তা না হলে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি শুটিংয়ে আসেন।’ এভাবেই এগিয়ে চলে ‘সোনার শেকল’ ধারাবাহিক নাটকের শুটিং। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। সামাজিক জটিলতার প্রেক্ষাপট নিয়ে রচিত নাটকের অন্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন শাহাদাত হোসেন, পুনম হাসান জুঁই প্রমুখ। এটি রবি থেকে মঙ্গলবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হয়।

Tags: