মাহমুদুল হাসান ।। কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়নের বনগ্রাম পশ্চিম পাড়া গ্রামে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী শীতলী মেলা। যা পঙ্কুরী নদীর তীরে অবস্থিত (বর্তমানে প্রায় বিলীন)।
প্রতিবছর বাংলা ১৭ই চৈত্র তারিখে এ মেলা শুরু হয়, সব মিলিয়ে চলে প্রায় ২০-২৫দিন। এ মেলায় হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মেলার কেনাকাটা করার জন্য লোক সমাগম হয়। মেলায় শ্রী শ্রী শীতলা পুজা উপলক্ষ্যে পাঠা বলি অনুষ্ঠিত হয়। মেলায় সব ধরনের রকমারী মুল্যের জিনিস পাওয়া যায়।
উল্লেখ্য “শীতলী মেলাটি” কিশোরগঞ্জ জেলার সর্ববৃহৎ ও আকর্ষনীয় মেলার মধ্যে অন্যতম একটি।
Tags: