আতিকুর রহমান কাযিন, নিজস্ব প্রতিবেদন ।। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ কটিয়াদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমি কটিয়াদীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। গত কয়েক বছরে উপজেলার মধ্যে শতভাগ ফলাফল দেখিয়ে কৃতিত্ব অর্জন করেছে। হয়েছে উপজেলায় প্রথমস্থান।
২০১৫ সালে পিএসসিতে শতভাগ পাশের মধ্যে ৭০ভাগ এ-প্লাস পেয়েছে। ২০১৬ সালে উপজেলা মেধা বৃত্তি পরিক্ষায় শতভাগ বৃত্তি পেয়ে উপজেলায় প্রথমস্থান অর্জন করেছে। ২০১৬ সনে উপজেলা কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরিক্ষায় ৬ জন থেকে ৬ জন বৃত্তি পেয়ে প্রথমস্থান অর্জন করে ও ২০১৭ সালের পিএসসিতে ৮ জনের মধ্যে ৬জন এ-প্লাস ও ৪জন টেলেন্টপুলে বৃত্তি পায়।
অভিভাবকরা বলেন, শিক্ষকমন্ডলীরা আমাদের সন্তানদের অতি যন্ত্র-সহকারে শিক্ষা দিয়ে থাকেন।
সাফল্যের কথা জানতে চাইলে কটিয়াদী শাহীন বৃত্তি ও ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মীর মোরর্শেদ বলেন, আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের সামগ্রীক প্রচেষ্টার ফসল উপজেলায় প্রথম স্থান অর্জন করে তার কৃতিত্ব দেখিয়েছেন। তাদের অবদান কখনোই অস্বীকার করার মত নয়। তিনি আরো বলেন, কটিয়াদীর শিক্ষার মান সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।