মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁওস্থ হিলফুল ফুযূল ইবতেদায়ী মাদরাসার মালামাল লুটপাট, চুরি, ভাংচুর ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা করে মারপিটের অভিযোগের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
৫ এপ্রিল বুধবার বিকেলে মাদ্রাসার পাশ্ববর্তী এলাকার ছয়সূতী-আকবর নগর রাস্তায় এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ, যুবক ও মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন। পরে আকবর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় নোয়াগাঁও হিলফুল ফুযূল ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হারুন মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় ছয়সূতী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য নাহিদুজ্জামান আক্তার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদ মিয়া (আশু),৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম (সোহাগ), খিদিরপুর হিলফুল ফুযূল ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, নোয়াগাঁও হিলফুল ফুযূল ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, সহকারি শিক্ষক সানুয়ারা খাতুন, হাজেরা আক্তার, ইয়াসমিন আক্তার, স্থানীয় সমাজ সেবক লিয়াকত আলী ও মধু মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিপক্ষ নোয়াগাঁও গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র মোঃ আমিরুল ইসলাম (৪৮) ও মাহবুবুল আলম (৩৫) দীর্ঘদিন ধরে মাদ্রাসার সম্পত্তি জোর-জবর দখল করার পায়তারায় লিপ্ত হয়ে একাধিকবার মাদ্রাসা ভাঙচুর, চুরি, লুটপাট সহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপর হামলা করে মারধর করে আসছে। তারা হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্থি দাবী করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।