muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ৭ দিন ব্যাপী জেলা বইমেলার উদ্বোধন

শাহরিয়ার রহমান পাভেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। বই হলো জ্ঞানার্জনের প্রধানতম মাধ্যম। আধুনিক এ ডিজিটাল যুগেও ছাপানো বইয়ের এতটুকু গুরুত্ব কমেনি; বরং দিন দিন মানসম্পন্ন বইয়ের কদর বেড়েই চলেছে। বইয়ের সাথে বইপ্রেমীদের মাঝে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলায় শুরু হতে চলেছে সাতদিন ব্যাপী জেলা বইমেলা।

বইমেলাটি চলবে ০৫-০৫-২০১৮ হইতে ১১-০৫-২০১৮ পর্যন্ত। বেলা ৩ ঘটিকায় কিশোরগঞ্জ এর শিল্পকলায় ফিতা কাঁটা,পাঁয়রা ও বেলুন উড়ানোর মাধ্যমে মেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদ এর চেয়ারম্যান এডঃ মোহাম্মদ জিল্লুর রহমান।

জেলা বইমেলা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল এর সভাপতিত্বে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাসঊদ, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি জনাব মোস্তফা কামাল, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সাইফুল হক মোল্লা দুলু, নারী নেত্রী বিলকিস বেগম, বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক জাহাঙ্গীর আলম জাহান, বিভিন্ন সংস্কৃতিপ্রেমী, লেখক-লেখিকা, শুভানুধ্যায়ী, সাংবাদিক ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।
উদ্বোধনের পর জেলা শিল্পকলা একাডেমীতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tags: