সজীব আহমেদ ।। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির আট সদস্যকে আটক করেছে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আজ শনিবার সকালে সদরে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি সিএনজিচালিত অটোরিক্সা, দেশীয় অস্ত্র চেতনানাশক ওষুধ ডাক্তারের ভুয়া কাগজপত্র ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, এই অজ্ঞান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, সিএনজিচালিত অটোরিক্সাসহ বিভিন্ন আবাসিক এলাকায় প্রতিনিয়িত মানুষের জানমালের ক্ষতি করে আসছিল। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুটি সিএনজিচালিত অটোরিক্সা, দেশীয় অস্ত্র চেতনানাশক ওষুধ, ডাক্তারের ভুয়া কাগজপত্র ও নয়টি মোবাইল ফোনসহ অজ্ঞান পার্টির সক্রিয় আট সদস্যকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে ১৮৬০ সালের আইনের ৩২৮/৫১১ ধারা মোতাবেক মামলা করে উদ্ধার হওয়া মালামালসহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Tags: