muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে আবারও রিয়াদ ও বাশার নামে দুই ছিনতাইকারী গ্রেফতার

মোঃ আশরাফ আলী, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ সদর উপজেলায় ০৯ এপ্রিল ২০১৮ সোমবার দুপুর ১.৪০ ঘটিকায় জেলখানা রোড খিলপাড়ায় সরকার বাড়ীর জামে মসজিদের সামনে শরীফুল ইসলাম (২০) নামে এক অটোযাত্রীর কাছ থেকে রিয়াদ (২১) ও আবুল বাশার (২২) ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এস.আই গোলাম মুনতাসির মারুফের কাছে ধরা পড়ে।

ছিনতাইকারী রিয়াদ (২১), পিতা- সুরুজ মিয়া, আবুল বাশার (২২), পিতা- মোঃ নিজাম উদ্দিন, উভয় গ্রাম- গাইটাল (নামাপাড়া) এদের অনেক দিন যাবৎ একটি চক্র খিলপাড়া নামক স্থানে ছিনতাই করে আসছে। পুলিশ তৎপর হলে আজ দুপুরে শরীফুল ইসলাম (২০), পিতা- হেলাল উদ্দিন, গ্রাম- মধ্য গোবিন্দপুর, তার নিকটতম আত্মীয় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি থাকায় তাদের চিকিৎসার জন্য ১১,০০০/- (এগার হাজার) টাকা নিয়ে হাসপাতালে আসছিল। খিলপাড়া সরকার বাড়ী জামে মসজিদের সামনে আসতেই মোটর সাইকেল দিয়ে রিয়াদ, আবুল বাশার সহ তিনজন অটোরিক্সার গতিরোধ করে। তাৎক্ষণিকভাবে শরীফকে বলতে থাকে ঐ মারামারির দিন তুই আসছিলি না। এই বলে তাকে চড়-থাপ্পর মারতে থাকে। শরীফ বলে আমি শহরের বাইরে যাই না। তখন বলে আমার প্রেমিকার সাথে তুই প্রেম করস না। সে না করলে তার হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে চেক করার কথা বলে মোবাইলটি নিয়ে যায়। রিয়াদ তার পকেট থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। অন্য পকেটে থাকা ছয় হাজার টাকা নিয়ে দৌড়ে পালাতে থাকলে পুলিশ তার গাড়ি রোধ করে শরীফের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে ছিনতাইকারী তিনজন তখন দৌড়ে পালাতে ছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে রিয়াদ ও আবুল বাশারকে গ্রেফতার করে। তাদের কাছে একটি চাপাতি, একটি মোটরসাইকেল ও ছিনতাইয়ের অন্যান্য সামগ্রী পাওয়া যায়।

বর্তমানে কিশোরগঞ্জ মডেল থানায় আসামীরা বন্দী আছে। মামলার প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষ হলে তাদেরকে আদালতে উপস্থিত করা হবে বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আরিফুল ইসলাম। আসামীদের কাছ থেকে একটি মোটর সাইকেল, চাপাতি, পাঁচ হাজার টাকা ও ছিনতাইয়ের অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

Tags: