muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কুলিয়ারচরে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময়

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে নবাগত জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ৯ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্যোগকালীন করণীয়, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা,বাল্যবিবাহ বন্ধকরণ, মিড-ডে-মিল, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক , রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবযোগদানকৃত কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জ্যোতিশ্বর পাল, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জিল্লুর রহমান, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, গোবরিয়া আবদুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন,উসমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী,ছয়সূতী ইউপি চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম ,সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান,ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম,ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আলী আকবর খাঁন ও বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসের নাজির মোঃ রাফিউল হক ।

এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত হওয়ার সাথে সাথে উপজেলা পরিষদ ও কুলিয়ারচর পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এছাড়া প্রধান অতিথি উপজেলার রামদী ইউনিয়নের মনোহরপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে খরিপ-১/২০১৮ -২০১৯ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও সেচ সহায়তা প্রদান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের পাশে উপজেলা প্রশাসন স্কুলের ফলক উন্মোচন করে উদ্বোধন শেষে কৃষ্ণচূড়া ফুলের চারা গাছ রোপন করেন।

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে প্রধান অতিথি নবযোগদানকৃত জেলা প্রশাসককে সম্মানিত করেন।

Tags: