মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জের তাড়াইলে পিতা-মাতার অভিযোগে পুত্রকে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মানিক মিয়া (২১) উপজেলার জাওয়ার ইউনিয়নের জাওয়ার গ্রামের মারফত আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নেশায় বুদ হয়ে বাড়ি ফিরে মানিক বিভিন্ন সময় তার পিতা-মাতা ও বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। আবার নেশার জন্য টাকার অভাবে প্রায়ই তাদের মারধর করতো। সোমবার নেশার টাকার জন্য অভিযুক্ত মানিক মিয়া নিজ পিতা মারফত আলীকে দেশীয় অস্র (ছুরি) দিয়ে জখম করতে চাইলে স্হানীয় জনগনের সহায়তায় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে অভিযুক্তের পিতা-মাতা ও বোনের জবানবন্দি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।