সাহিত্য ও সংস্কৃতি ।।
নব বঙ্গাব্দের সূচনা
রহমান মাসুদ
ধুয়ে মুছে অতীত গ্লানি
মন ময়ূরী তুলেছে পেখম,
হৃর্দিকতার আবির মেখে
হে বৈশাখ, সু-স্বাগতম।
বাংলার দ্বারে বছর ঘুরে
১৪২৫ বঙ্গাব্দের শুভ সূচনা,
চারদিকে সাজ-সাজ রবে
নতুন বর্ষকে সাদর সংবর্ধনা।
নব বঙ্গাব্দের প্রথম সূর্যোদয়ে
ইলিশ-পান্তার স্বাদে বর্ষবরণ,
প্রভাতী সংগীতের মূর্ছনায়
চিত্তে প্রবাহ দক্ষিনা পবণ।
রং-বেরং এর বর্ণিলতায়
নারী পুরুষের বাহারী বেশ,
ঢোলের তালে নৃত্যে পাগল
অসম্প্রদায়িকতার বাংলাদেশ।
নাগর দোলার দোলে খোঁজে
মায়ের কোলের স্মৃতির দোল,
তাই বয়স ভুলে সবাই বলে
চলরে চল,বৈশাখী মেলায় চল!!
পথে-ঘাটে-মাঠে কত মেলা
পসরায় মিষ্টি-মুড়ি-মুড়কি-খৈ,
পরিবার পরিজনের পরশে
সারাদিন আনন্দ উল্লাসে হৈ-চৈ।