স্পোর্টস ডেস্কঃ পাঁচ বছর পর পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন শোয়েব মালিক। আর এসেই প্রত্যাবর্তনটি স্মরণীয় করে রাখলেন এই অলরাউন্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসেই ক্যারিয়ারের পথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার সঙ্গে ক্রিজে থেকে সেঞ্চুরি পূর্ণ করেছেন আসাদ শফিকও। এই দুই তারকার দারুণ বোঝাপড়ায় দলীয় ইনিংসকে বহুদূর টেনে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে মিসবাহ-উল হকের দল।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিন চার উইকেট হারিয়ে ২৮৬ রান করেছিল পাকিস্তান। আজ সেখান থেকে দারুণ আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন মালিক এবং আসাদ। এই দুই তারকা মিলে এখন পর্যন্ত ২১৬ রানের দারুণ এক জুটি গড়েছেন। যা আবুধাবিতে টেস্টে পাকিস্তানের পঞ্চম উইকেটে সেরা জুটি।
ক্যারিয়ারে প্রথম টেস্টে ১৫০ রান করার পর বেশ উচ্ছ্বসিত হয়েছিলেন মালিক। এর আগে টেস্টে তার সর্বোচ্চ স্কোর ছিল ১৪৮* রান। তবে শেষপর্যন্ত দারুণ নৈপুন্যে ডাবল সেঞ্চুরির মাইলফলক পূর্ণ করায় নিজেকে সৌভাগ্যবানদের একজন ভাবতে পারেন তিনি। দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত কোনো উইকেট তুলে নিতে পারেননি ইংলিশ বোলাররা।