muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জে কৃষক নাজনু মিয়া হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাজিতপুর উপজেলার দড়ি ঘাগটিয়া গ্রামের সেলিম মিয়া, আঙ্গুর মিয়া ও জমশেদ মিয়া।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় জোছনা বেগম নামে এক আসামিকে খালাস ও মামলার প্রধান আসামি ফুদুর আলী ওরফে রিপন বিচার চলাকালীন ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজনু মিয়ার সঙ্গে আসামিদের জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। ২০১২ সালের ১৮ এপ্রিল ফুদুর আলী মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে যান। পরদিন সকালে আঙ্গুর মিয়ার বাড়ির কাছে গলাকাটা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় নাজনু মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট এ কে এম আমিনুল হক ভূঞা চুন্নু এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মো. আব্দুল কুদ্দুছ ও অ্যাডভোকেট ক্ষীতিশ দেবনাথ মামলাটি পরিচালনা করেন।

Tags: