আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জে এসিআই মটরস এর আয়োজনে বাংলা নববর্ষ পালন করেছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এসিআই মটরস দেশব্যাপী ২৬টি স্থানে পহেলা বৈশাখের বিভিন্ন খাবারের আয়োজন করা হয়।
এতে গ্রাহক,ডিলার ও শুভানুধায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখের বিভিন্ন খাবারের আয়োজন ছাড়াও খেলাধুলা ও এসিআই মটরস এর পন্য প্রদর্শন করা হয়েছিল।
প্রসঙ্গত দেশের অন্যতম শীর্ষ কৃষি যান্ত্রিকীকরণ প্রতিষ্ঠান এসিআই মটরস সোনালিকা বর্তমানে দেশের ১ নম্বর ট্রাক্টর সরাসরি কৃষক এবং উদ্যেক্তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। সোনালিকা ট্রাক্টর ছাড়াও এসিআই মটরস বাংলাদেশের বাজারে সফলভাবে বাজারজাত করে আসছে এসিআই পাওয়ার টিলার,ডিজেল ইঞ্জিন,রিপার,কম্পাইন হারভেস্টার,ওয়াটার পাম্পসহ কৃরি নানা যন্ত্রপাতি। কেবল মাত্র ৬ ঘন্টার মধ্যে দেশের যে কোন স্থানে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে। দেশে শতকরা পঁচিশ ভাগ এসিআই মটরস কৃষি যন্ত্রপাতিও সরবরাহ করছে।