মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ।। কিশোরগঞ্জের নিকলীতে বস্তা বন্দি অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ এপ্রিল) সকালে সুলতান উদ্দিন (৫২) নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহটি উপজেলার ছাতিরচর এলাকায় নিজ অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয়।
নিহত সুলতান উদ্দিন (৫২) উপজেলার গুরুই পালপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি রংধনু নামে একটি মাল্টিপারপাস কোম্পানির মালিক ছিলেন।
স্হানীয়রা জানান, উপজেলার ছাতিরচর এলাকায় কোম্পানির অফিস চালু করে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন সুলতান উদ্দিন। গতকাল রাতে অফিসে ছিলেন তিনি। পরে স্থানীয়রা অফিস কক্ষে তার বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ভূঁইয়া মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, কোম্পানির ব্যবস্থাপক হিজবুল্লাহর সঙ্গে কোনো কিছু নিয়ে দ্বন্দ্বের জের ধরে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে হিজবুল্লাহ পলাতক রয়েছেন। সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।