muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু বিপিএল

স্পোর্টস রিপোর্ট ।। বিপিএলের পঞ্চম আসর শেষেই শোনা গিয়েছিল, আগামী বছরের আসর একমাস এগিয়ে আনা হতে পারে। সে হিসেবে এক বছর আগে থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছে বিসিবি কর্তৃপক্ষ এবং ফ্রাঞ্চাইজিগুলো। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভায় বিপিএল এগিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে।

বুধবার কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছেন, ‘নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে বিপিএলের আগামী আসর।’

বিপিএল সাধারণত অনুষ্ঠিত হয় নভেম্বরে। শুরু হয় নভেম্বরের ৪ তারিখ থেকে। তবে ৬ষ্ঠ আসরটি এগিয়ে এনে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরুর করার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গেছে, বিসিবি গভর্নিং কাউন্সিল টুর্নামেন্টটি শুরু করতে চায়। তারা তারিখও ঠিক করে ফেলেছিল। অক্টোবরের ৪ তারিখ থেকে নভেম্বরের ১৬ তারিখ পর্যন্ত।

কিন্তু অজ্ঞাত কারণে বিসিবি চায় টুর্নামেন্টটি আরও ৩ থেকে ৪দিন এগিয়ে এনে অক্টোবরের ১ কিংবা ২ তারিখে শুরু করতে। সে যাই হোক, এক মাস এগিয়ে আসছে বিপিএল- এটা তো এখন চূড়ান্ত।

বিপিএল নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর নিয়ম করা হয়েছিল, প্রতিটি দল ৫জন করে বিদেশি খেলোয়াড় খেলাতে পারবে। এ নিয়ে কম সমালোচনা হয়নি। বিপিএলে স্থানীয় খেলোয়াড়দের কদর এ কারণে কমে যাবে- এসব কথাও বলা হয়েছিল; কিন্তু তাতে কান দেয়নি কর্তৃপক্ষ। তবে এবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, ৫ জন নয়, পূর্বের নিয়মে ৪জন বিদেশিই খেলাতে পারবে প্রতিটি দল।

এছাড়া নিয়ম ছিল বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগে প্রতিটি দল চারজন করে দেশি ক্রিকেটারকে রেখে দিতে পারতো। এবার নিয়ম করা হয়েছে, চারজনকেই রেখে দিতে পারবে। তবে এ ক্ষেত্রে দেশি না বিদেশি- সে বাধা-ধরা নিয়ম নেই। যে ৪ জনকে রিটেইন করতে পারবে, তাদের মধ্যে দেশি-বিদেশি ক্রিকেটার থাকতে পারে।

Tags: