muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে রুরাল মেডিকেল এসোসিয়েশনের যাত্রাশুরু

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ জেলার পল্লি চিকিৎসকদের উদ্যোগে ১ এপ্রিল ২০১৮ গঠন করা হয় রুরাল মেডিকেল এসোসিয়েশন (আরএমএ)। আজ ১৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১:৩০টায় প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “সেবাই আমাদের ধর্ম” স্লোগানে আরএমএ (রুরাল মেডিকেল এসোসিয়েশন) এর ১ম বার্ষিকী সাধারণ আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন- প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আ ন ম নৌশাদ খান। মোঃ সেলিম জাবেদের সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলার ১৩ টি উপজেলা হতে আগত পল্লি চিকিৎসকগন সহ কার্যকরী কমিটির নিন্মোক্ত সদস্যবৃন্দ।

সভাপতি মোঃ সেলিম জাবেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। ৩১ সদস্য পরিচালনা পর্ষদের দায়িত্ব রয়েছেন সহ সভাপতি মোঃশফিকুল ইসলাম,আঃ রাজ্জাক, শফিকুল ইসলাম,মোঃ নজরুল ইসলাম, আনিসুজ্জামান। সহ-সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেন, নজরুল ইসলাম,জহিরুল ইসলাম রায়হান, মোঃউল্লাহ সালামত। সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, আতিকুর রহমান, আব্দুল খালেক, মনির হোসেন। কোষাদক্ষ রতন কুমার দাস, সহ বজলুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সহ জালাল উদ্দিন, দফ্তর সম্পাদক একে এম জহিরুল ইসলাম রতন, সহ আকরামুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফজলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক জোবায়ের আহমদ, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ আব্দুল হাই ও মোঃ আসলাম।

বক্তাগন তাদের বক্তব্যে সংগঠনের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন।

Tags: