আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। কিশোরগঞ্জের বাজিতপুরে ধান কাটতে গিয়ে পৃথক বজ্রপাতে মো. আব্দুর রাশিদ (৩৫) ও তৌহিদ মিয়া (২৭) নামের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে উপজেলার মাইজচর কাটাবন ও বাহেরবালী হাওরে বজ্রপাতে এই নিহতের ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে মো. আব্দুর রাশিদ নেত্রকোনা জেলার বারহাট্টার আব্দুল মজিদের ছেলে এবং তৌহিদ মিয়া বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রামের ছামেদ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, মাইজচর কাটাবন হাওরে ধান কাটার সময় বিকাল সাড়ে ৫: ৩০ টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মো. আব্দুর রাশিদের মৃত্যু হয়। অপরদিকে একই সময়ে বাহেরবালি হাওরে বজ্রপাতে গুরুতর আহত হয়ে তৌহিদ মিয়ার মৃত্যু হয়।