muktijoddhar kantho logo l o a d i n g

ভৈরব

ভৈরবে ট্রাক চাপায় নিহত ৪

মোহাম্মদ আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ ।। কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাপায় সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কাজীর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন মো. সানাউল্লাহ (৪০), মাসদু মিয়া (২৬), সজীব মিয়া (২৪) ও মনোয়ার মিয়া (২৭)। সানাউল্লাহ, মাসদু ও সজীব বাজিপুর উপজেলার কৈলাগ ও পৈলানপুর এলাকার বাসিন্দা। মনোয়ার মিয়ার বাড়ি ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কায়সার মুক্তিযোদ্ধার কন্ঠকে জানান, কিশোরগঞ্জগামী ট্রাকের সাথে বাজিতপুর থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। পরে ঢাকা নেয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে ও পরিচয় শনাক্তের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Tags: