muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

ধনাঢ্য ব্যাক্তির জমানো ধনে গরীবের অধিকার রয়েছে : ইউএনও মাসউদ

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জে আজ ২৫এপ্রিল বিকাল ৩ টায়, সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে পি এস সি/জে এস সি/এস এস সি/এইচ এস সি পরিক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল নেন্সী, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক রিয়াযুল ইসলাম।

ডিএসকের আঞ্চলিক পরিচালক নজরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া প্রমূখ।

অনুষ্ঠানের বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল ধনাঢ্য ব্যাক্তির জমানো ধনে গরীবের অধিকার রয়েছে, তাই তিনি সকল ধনাঢ্য ব্যাক্তিকে শিক্ষাসহ সমাজের অসহায় অবহেলিতদের পাশে দাড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, কিশোরগঞ্জ দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর সহায়তায় কিশোরগঞ্জের ৫ টি উপজেলায় (কটিয়াদি, করিমগঞ্জ, পাকুন্দিয়া, তাড়াইল ও সদর উপজেলা) ৫৯ জন মেধাবী গরীব ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্বমোট ৪ লক্ষ ৯২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় নৃত্য ও কন্ঠ শিল্পীদের নিয়ে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tags: