রকমারি রিপোর্ট : ২০০৫ সালে মিস আমেরিকা হয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। খেতাব জেতার পরে খোলাখুলিই ঘোষণা করেছিলেন, ‘আমি উভকামী।’ সেই সময় তার এমন সাহসিকতার প্রশংসা করেছিলেন অনেকেই।
কেউ বা করেছিলেন সমালোচনা। তবে কোনও নিন্দা, বিদ্রুপে যে কান দেওয়ার পাত্রী তিনি নন, সেটা ফের বুঝিয়েদিলেন ডেইড্রি ডাউনস গান। সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গিনী অ্যাবট জোন্সকে বিয়ে করেছেন তিনি। তাদের বিয়ের ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বর্তমানে পেশায় চিকিৎসক ডেইড্রির সঙ্গে পেশায় আইনজীবী অ্যাবটের প্রেম দীর্ঘদিনের। বহুদিন ধরেই তারা একসঙ্গে থাকছিলেন। এর আগে অবশ্য ২০০৮ সালে বিয়ে হয়েছিল ডেইড্রির। কিন্তু বিবাহবিচ্ছেদ হয়ে যায়।
তার একটি ৮ বছরের ছেলেও রয়েছে। ৩৭ বছর বয়সী ডেইড্রি বলেছেন, ‘আমাদের পরিবার ও বন্ধুরা আমাদের পাশে ছিল। তাদের সামনেই আমরা একসঙ্গে থাকার ও একে অপরকে ভালবাসার শপথ নিয়েছি। এটা আমার জীবনের অন্যতম সেরা দিন। অ্যাবটের মতো একজন সঙ্গিনীকে পাশে পেয়ে আমি অত্যন্ত গর্বিত।’