স্পোর্টস ডেস্কঃ নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে তারা। এছাড়া আগামী জানুয়ারিতে হবে দুই দলের টেস্ট সিরিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, স্থগিত হওয়া সিরিজ খেলতে ২০১৬ কিংবা ২০১৭ সালে সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ার পর জিম্বাবুয়ে ক্রিকেট দলকে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দেয় বাংলাদেশ। জিম্বাবুয়েও তাতে সম্মতি জানায়।
পরে দুই দেশের সম্মতিতে আগে ওয়ানডে ও টি-২০ এবং পরে টেস্ট খেলার সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জিম্বাবুয়ে ক্রিকেট দলের বাংলাদেশ সফরের নিশ্চয়তা দিয়ে বলেন, জিম্বাবুয়ে এখন নিজেদের দেশে সিরিজ খেলছে। তারা ২৯ অক্টোবর পর্যন্ত ব্যস্ত। আমাদের এখানে ২০ নভেম্বর বিপিএল শুরু হওয়ার কথা।
তিনি বলেন, জিম্বাবুয়ে সিরিজের জন্য ফাঁকা আছে বলতে গেলে ১ নভেম্বর থেকে ১৭-১৮ নভেম্বর। এ সময়ের মধ্যে দুটি টেস্ট ও একটি অনুশীলন ম্যাচ খেলা কঠিন। তাই আগামী মাসে ওয়ানডে ও টি-২০ সিরিজ হতে পারে। টেস্ট সিরিজ জানুয়ারিতে হবে।
https://youtu.be/CEzKdUVTwj4