muktijoddhar kantho logo l o a d i n g

কুলিয়ারচর

কুলিয়ারচরে এ্যাম্বাসি অব নেপাল,বাংলাদেশ এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

মুহাম্মদ কাইসার হামিদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচরে এ্যাম্বাসি অব নেপাল,বাংলাদেশ এর উদ্যোগে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা-৩১৫,বি-১, বাংলাদেশ এর প্রয়াত জেলা গর্ভনর লায়ন মোঃ মজিবুর রহমান এমজেএফ এর স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রেচার ও স্টিক ভিতরন করা হয়েছে। আজ ২৮ এপ্রিল শনিবার উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াঁগাও লায়ন মুজিব মুনা গার্লস হাইস্কুলে সকাল থেকে বিকাল পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আমিনা ফিরদৌসি মুনার সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাম্বাসী অব নেপাল, বাংলাদেশ এর রাষ্ট্রদূত প্রফেসর ডাঃ চোপ লাল ভোষাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাম্বাসি অব নেপাল, বাংলাদেশ এর ডেপুটি চীফ অব মিশন মিঃ ধন বাহাদুর ওলি, দ্বিতীয় সচীব মিঃ ডিলি আচরিয়া, ৩য় সচিব মিঃ অনিল লাম সাল, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ, ভৈরব-কুলিয়ারচর সার্কেল সিনিয়র এ এস পি মোঃ কামরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা, ভৈরব-কুলিয়ারচর সার্কেল ইন্সপেক্টর মোঃ কামাল উদ্দিন, লায়ন্স ক্লাব অব ঢাকা ভৈরব সেন্ট্রাল গার্ডেন ক্লাবের ট্রেজারার ও সাংবাদিক লায়ন মুহাম্মদ কাইসার হামিদ, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হীরা মিয়া সরকার, কুলিয়ারচর থানার সাব ইন্সপেক্টর রাখাল দেবনাথ সহ বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় ২০ জন নেপালী ও ১০ জন বাংলাদেশী ডাক্তার যৌথভাবে এলাকার দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। পরে অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রেচার ও স্টিক বিতরণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এবং লায়ন্সের বিভিন্ন কোর্ট পিন পড়িয়ে সম্মানীত করেন । অনুষ্ঠান পরিচালনা করেন পেঙ্গুইন আইস এন্ড ফিস প্রসেসিং প্রাঃলিঃ এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন মশিউর আহম্মেদ।

Tags: