আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। খামার যান্ত্রিকী করণ প্রকল্পের অধীনে মিনি কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন করা হয়েছে। সোমবার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশুলাকিয়া এলাকার ইদ্রিস আলী ও ভদ্রপাড়া এলাকার আবুল কাশেমের জমিতে ধান কর্তন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন, উম্মে কুলসুম জেবুন্নেসা, ঈশিতা আক্তারসহ স্থানীয় কৃষকবৃন্দ। সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন জানান, ১ঘন্টায় ১ বিগা জমিতে এ মেশিন দিয়ে ধান কর্তন করা যায়। এতে খরচ কম কৃষকরা লাভবান হয় বেশি। ধান কতৃন মাড়াই কাজ সহজী করণ হচ্ছে।