muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও সুবিধা প্রদান অনুষ্ঠান

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও সুবিধা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে সরাসরি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে কথা বলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। শিক্ষকদের মধ্যে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের সাবেক শিক্ষক মোঃ এনায়েতুর রহমান খান,শিক্ষার্থীদের মধ্যে গুরুদয়াল সরকারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিঝুম চৌধুরী।

কনফারেন্সে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করে বলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি উপজেলা। এ উপজেলার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গতিশীল ও সম্ভাবনাময়। সদর উপজেলায় সরকারী একটি মেডিকেল কলেজসহ বেসরকারী বিশ্ববিদ্যালয়, সরকারী-বেসরকারী কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কারিগরী প্রতিষ্ঠান, টিটিসি ও হোমিওপ্যাথিক কলেজসহ মোট ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তিনি কিশোরগঞ্জে একটি পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। পরে শিক্ষামন্ত্রী মহোদয় বিষয়টি বিবেচনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময়ে সদর উপজেলার চেয়ারম্যান এড: মোঃ শরিফুল ইসলাম শরীফ, ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, মো. আসাদ উল্লাহ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড: মো. আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হকসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Tags: