muktijoddhar kantho logo l o a d i n g

সাহিত্য ও সংস্কৃতি

শ্র‌মি‌কের অ‌ধিকার ।। ইউনুছ ইব‌নে জয়নাল

সাহিত্য ও সংস্কৃতি ।।

শ্র‌মি‌কের অ‌ধিকার 
ইউনুছ ইব‌নে জয়নাল
—————————

ঘাম শুকি‌য়ে যাবার আ‌গে
‌ভো‌গে নয় স্বীয় ধন ত্যা‌গে
শ্র‌মি‌কের পা‌রিশ্র‌মিক দি‌য়ে দাও
ভাল‌ো‌বে‌সে মজলু‌মের দোয়া নাও ।

ধনী গরীব ব্যবধান মহান স্রষ্টার সৃ‌ষ্টি
পরস্পরে সম্পূরক জীবন জগৎ কৃ‌ষ্টি।
অহংকার ভু‌লে যাও, দাও মান‌বিক দৃ‌ষ্টি
সম্প্রী‌তি সততায় ঝর‌বে প্রভুর রহম‌তের বৃ‌ষ্টি।

শ্র‌মি‌কেরা গ‌ড়ে দেয় তোমা‌দের সিঁ‌ড়ি
ও‌দের বাহুব‌লে থা‌কো ঢাল রূপ ঘি‌রি।
‌নিত্য নতুন বি‌ত্তে উপ‌রে ধে‌য়ে যাও
সুখে, ভো‌গে বিলাসী জীব‌নের তরী বাও।

শ্র‌মি‌কেরও আ‌ছে অ‌ধিকার ক‌ড়িয়া‌লের বি‌ত্তে
এ কথা জে‌গে তো‌লো সক‌লের চি‌ত্তে..!
সহম‌র্মিতা দেখাও সতত, হয়ো না ক্রুদ্ধ
গরী‌বে দা‌নে হ‌বে ধনীর ধন-সম্পদ শুদ্ধ।

সময় থাক‌তে মে‌নে চল‌ো শোন বি‌ধির বিধান
কর্ম গু‌ণে ফল পা‌বে হ‌লে তি‌রোধান।
শ্র‌মিক মা‌লি‌কের দর্পণ সূ‌চিত হোক সদাচার
সম‌ন্বিত সদাশয় সুনী‌তি‌তে দূর হোক অনাচার।

Tags: