muktijoddhar kantho logo l o a d i n g

লাইফ স্টাইল

চুলের আগা ফাটার সবচেয়ে কার্যকর সমাধান

hair
লাইফস্টাইল ডেস্কঃ চুলের আগা একবার ফেটে গেলে, তা স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা সম্ভব হয় না। তাই চুলের যে অংশটুকু ফেটে গেছে সেই অংশ কেটে ফেলতে হবে। তারপর নিতে হবেপ্রতিরোধ ব্যবস্থা। চুলের আগা ফাটার সবচেয়ে কার্যকর সমাধান হল, তেল। তেল চুলে পুষ্টির জোগান দেয়। তাই নিয়মিত চুলে তেল দিতে হবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে তিনদিন তেল লাগানো উচিত।

– বারবার শ্যাম্পু করলে চুলের ক্ষতি ছাড়া উপকার হয় না। চুলের সঠিক পরিচর্যা করার জন্য ভালো ব্র্যান্ডে আয়ুর্বেদিক শ্যাম্পু ব্যবহার করা ভালো।

– শ্যাম্পু করার পর যে পানিতে মাথা ধোয়া হয় তাও অনেক সময় ক্ষতি করে চুলের। বিশেষ করে পানির ক্লোরিন এর জন্য দায়ী। এই ক্লোরিন যুক্ত পানি প্রতিদিন ব্যবহারের ফলে চুলের ডগা ফেটে যায়। তাই এই পানি ব্যবহারের আগে পানিকে যদি সম্ভব হয় ফুটিয়ে ঠাণ্ডা করে নেবেন। বাইরে বের হলে সূর্যের তাপ যেন চুলের ক্ষতি করতে না পারে।

– চুলের আগা ফেটে গেলেই বুঝতে হবে চুলের প্রচণ্ড ক্ষতি হয়েছে। এক্ষেত্রে চুলের আগা কেটে ফেলার চেষ্টা করবেন।

* নিয়মিত চুলে ব্রাশ করুন। ধীরে ধীরে চুল আঁচড়ান। খেয়াল রাখুন আঁচড়ানোর সময় চুল যেন না ছিড়ে।

* হেয়ার স্প্রে বেশি ব্যবহার করবেন না।

* প্রচুর পরিমাণে প্রোটিন যুক্ত খাবার খান। খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিস সি ভিটামিন ই যেন অবশ্যই থাকে।

* রুক্ষ চুলে শ্যাম্পু করার অন্তত এক ঘণ্টা আগে তেল লাগান। শ্যাম্পু করার পর গোড়া বাদ দিয়ে কন্ডিশনিং করতে ভুলবেন না।

ঘরোয়া উপায়ঃ
প্রয়োজন হবে এক কাপ ঘন দুধ, দুটি ডিম, কয়েক ফোঁটা নারিকেল তেল। দুধে ডিম মেশান, সাদা ফেনা বের হলে কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। চাইলে একটু উষ্ণ গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়ে তারপর সাধারণ তাপমাত্রার পানি দিয়ে শ্যাম্পু করে কন্ডিশনিং করুন।

চুলের আগা ফাটা রোধ করতে একটি প্যাকও ব্যবহার করা যায়। প্যাকটি তৈরি করতে, একটি ডিমের কুসুম, তিন টেবিল-চামচ অলিভ অয়েল এবং এক টেবিল-চামচ মধু মিশিয়ে চুলে লাগান।

একটি শাওয়ার ক্যাপ কিংবা কাপড় দিয়ে চুল ৩০ মিনিট ঢেকে রাখুন। সপ্তাহে দুতিন দিন ব্যবহার করুন এই মাস্ক। চুলে আগা ফাটা দূর হবে।

Tags: