muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

২০১৭ সালে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া!

bd vs aus

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট অস্ট্রেলিয়া যখন সফর স্থগিত করে তখন খ্যাদোক্তিসহকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন আইসিসির সভায় আমি বিষয়টি তুলে ধরব। ধরেছেন অবশ্য। বাংলাদেশ সফরে না আসার কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া দুঃখ প্রকাশ করেছে। জানিয়েছে সুবিধাজনক সময়ে তারা বাংলাদেশ সফরে আসবে।

তবে সেটা ২০১৬ সালের শেষের দিকে কিংবা ২০১৭ সালের শুরুতে।

এ বিষয়ে শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘অস্ট্রেলিয়ার খুবই টাইট শিডিউল। তারা সময় বের করে সফরে আসবে। তবে সেটা ২০১৬ সালের শেষের দিকে কিংবা ২০১৭ সালের শুরুতে। তারা এও প্রস্তাব করেছে যে শ্রীলঙ্কা কিংবা ভারতে খেলতে আসলে সেই সময় বাংলাদেশের সঙ্গে দুই-একটা ম্যাচ খেলে যাবে।’

তিনি আরো জানান নভেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। বিষয়টি তারা নিশ্চিত করেছে। এই সফরে বাংলাদেশের সঙ্গে তারা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

Tags: