শফিক কবীর, স্টাফ রিপোর্ট : কিশোরগঞ্জে সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এর নেতৃত্বে র্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনকে ইয়াবাসহ এবং দুইজনকে গাঁজাসহ আটক করে সাজা দেয়া হয়।
৬মে রবিবার বিকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডিতরা হলো, তৌহিদুর রহমান, ফারজানা বেগম, শাহীন আলম, আলমগীর, হৃদয় ও নাজমুল হাসান। তাদের মধ্যে তৌহিদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, ফারজানা বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা, শাহীন আলমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা, আলমগীরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা জরিমানা, হৃদয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং নাজমুল হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ।