muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

এক টিকিটে বিপিএলের দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা

bpl
স্পোর্টস ডেস্কঃ অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর। ইতিমধ্যে দেশি ও বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। চলতি মাসের ২৬ তারিখ অনুষ্ঠিত হবে নিলাম। এরপর নভেম্বরের ২০ তারিখ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে চার-ছক্কার ধুন্ধুমার এই আসরের। আর পর্দা নামবে ১৫ ডিসেম্বর।

সাম্প্রতিক সময়ে সব ম্যাচের টিকিটের দামই বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে কেমন হবে বিপিএলের এই আসরের টিকিটের দাম? হতাশ হওয়ার কিছু নেই। এবার এক টিকিটে দুটি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। আর দামও রাখা হয়েছে সাধারণ দর্শকদের নাগালের মধ্যে। সাধারণ গ্যালারির টিকিটের দাম হবে ২০০ টাকা। এ ছাড়াও ৫০০ টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকার টিকিটে খেলা দেখার ব্যবস্থা করেছে বিপিএল কর্তৃপক্ষ। প্রতিদিন একই ভেন্যুতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা পৌনে সাতটায়।

Tags: