muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জের নিজ বাড়ি ঘুরে গেলেন রাষ্ট্রপতি

আমিনুল হক সাদী, নিজস্ব প্রতিবেদক ।। দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জের মিঠামইনের নিজ বাড়িতে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার দুপুরে তিনি উপজেলার নিজ বাড়িতে আগমন করেন।

দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা সদরে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মীরা।পরে তিনি মিঠামইন বাজার পরিদর্শন করে কামালপুরে নিজের বাড়িতে যান। বাড়ির আঙ্গিনায় তাঁকে গার্ড-অব অনার দেয়া হয়।

তিনি জুম্মার নামাজ পড়েন বাড়ির মসজিদে। নামাজের পর তার পিতা হাজী মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। এরপর বাড়ির আঙ্গিনায় সুধী জনের সাথে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও সবার কাছে বাবা-মায়ের জন্য দোয়া চান রাষ্ট্রপতি। এ সময় তিনি হাওরে বজ্রপাতে অনেক মানুষ মারা যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক নানা দুর্যোগ মোকাবেলা করেই হাওরবাসীকে টিকে থাকতে হয়। হাওরে এবার ধানের ভালো ফলন হলেও অতিবৃষ্টিতে মাঠের ধান কাটতে কৃষকদের সমস্যায় পড়তে হচ্ছে।

দুপুরের পর মিঠামইন ডাকবাংলোয় বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

Tags: