শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকায় ৫ মে শনিবার রাত ০৯ টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ র্যাব-১৪ টিমের সহযোগীতায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের সাঈদ।
অভিযানে সেখান থেকে ১০ পিস ইয়াবা টেবলেটসহ আসামী মোঃ দিদারুল ইসলাম (২৪) পিতা মৃত নুরুল ইসলামকে আটক করা হয়। আসামী ভ্রাম্যমান আদালতের কাছে স্বীকার করে এই ইয়াবা টেবলেটগুলো ক্রয় করার জন্য একজন ইট ভাটার শ্রমিকের কাছে ১৩০০০ টাকা ছিনতাই করেছিলো মর্মে তার জবানবন্দিতে বলে, ইটের ভাটার শ্রমিকটি ৩ মাস ইট ভাটায় কাজ করে বেতন নিয়ে যাওয়ার সময় এই আসামী তার তিনজন সহযোগীসহ এই ১৩০০০ টাকা ছিনতাই করে।
আসামীর জবানবন্দিতে ভ্রাম্যমান আদালক তাকে ১ বছর ৬ মাস (দেড় বছর) বিনাশ্রম কারাদন্ড এবং বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাস বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে জানান মোবাইল কোর্টের আতংঙ্ক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের সাঈদ।