রকমারি রিপোর্ট : এবার ১০০ মাইল গতিতে ছুটল ‘বাড়ি’! ঠিকই পড়েছেন- ‘গাড়ি’ নয় ‘বাড়ি’। আর এ অদ্ভুত বাড়ি বানিয়েছেন এক ব্রিটিশ, যার নাম কেভিন নিকস।
পশ্চিমা দেশে বাগানে রাখার ছোট ছোট ঘরের তলে চাকা লাগানোর চল রয়েছে। সে ধরনের একটি ঘরেই কেভিন চাকা ও ইঞ্জিন লাগিয়ে নেন। এরপর তা প্রচণ্ড গতিতে ছুটান।
শুধু কেভিনই নয়, আরো অনেকেই এ ধরনের ঘরের তলে চাকা লাগিয়ে ছুটেন। আর এজন্য বিশ্বরেকর্ডেরও ব্যবস্থা রয়েছে। আগের বিশ্বরেকর্ডটি ছিল ঘণ্টায় ৮০ মাইল বা ১২৯ কিলোমিটারের। তবে এবার কেভিন ১০০ মাইল বা প্রায় ১৬১ কিলোমিটার গতি তুলে বিশ্বরেকর্ড ভাঙলেন।
৫৩ বছর বয়সী কেভিন তার ঘরটিকে চালানোর উপযোগী করার জন্য ১৩ হাজার পাউন্ড ব্যয় করেছেন। তিনি দাবি করছেন তার এ ঘরটি বিশ্বের একমাত্র ঘর, যার বৈধভাবে রাস্তায় চলার অনুমতি রয়েছে।
তার নিজের একটি পুরনো গাড়ির ইঞ্জিন তিনি এ ঘরের তলে লাগিয়েছেন। ভক্সওয়াগন প্যাসাট মডেলের সেই গাড়িটি প্রথমে আশপাশের এলাকায় চালাতেই তিনি আগ্রহী ছিলেন। কিন্তু পরে তা নিয়ে আরো বড় কিছু করার উদ্যোগ নেন। এরপর গত শীতকালটি সম্পূর্ণ তিনি এ গাড়ির পেছনে ব্যয় করেন। ফলে এটি যেমন উন্নত হয়ে ওঠে তেমন গতিও বৃদ্ধি পায়।
শেষ পর্যন্ত ওয়েলস বিচে তিনি ১০০ মাইল গতিতে তার বাড়ি বা গাড়িটি চালিয়ে বিশ্বরেকর্ড গড়ে তোলেন।