সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের ভৈরবে জগন্নাথপুর কমলা মোড় এলাকায় অবস্থিত পলিথিন ফ্যাক্টরিতে অবৈধভাবে পলিথিন উৎপাদন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে ৩০,০০০ টাকা।
এদিকে ভৈরবপুর এলাকায় অবস্থিত দূষিত ও জীবাণুযূক্ত পানি উৎপাদন ও বাজারজাত করায় হেভেন ওয়াটার প্লান্টকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সস্টিটিউট অধ্যাদেশ ১৯৮৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ আইনে ১৭,০০০ টাকা।
আজ (১৪ই মে) সোমরার বিকাল থেকে সন্ধা পযর্ন্ত এ অভিযান চলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃত্বে আজকে দুইটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪৭,০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় পলিথিন ফ্যাক্টরির মালিককে আগামী এক মাসের মধ্যে এই ফ্যাক্টরি বন্ধ করে অন্য ব্যবসার করার জন্য হোসিয়ার করে দেওয়া হয়।