muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ সদরে কুকুরের টিকাদান নিয়ে অবহিতকরণ সভা

শফিক কবীর, স্টাফ রিপোর্টার ।। কিশোরগঞ্জ সদর উপজেলায় জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচি নিয়ে উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার মিলনায়তনে অবহিতকরণ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্যা বিভাগ। সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড: মো. শরীফুল ইসলাম শরীফ। অতিথি ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কামরুন্নাহার লুনা। আলোচক ছিলেন এলআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. পবিত্র কুমার সাহা, সিবিসি এর এমডিভি কনসালটেন্ট ডা. মো. রাশেদ আলী শাহ,২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার । এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় আগামী ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত ১৯ তম জেলা হিসেবে কুকুরের টিকাদান কর্মসুচী বাস্তবায়িত হবে।

Tags: